এই ছবিটা তুলেছিলাম আমাদের ছাদে। মন খারাপের বিকেল বেলায় আমাদের ছাদের উপরে বসে আছি হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে গেল, ঘর থেকে নিয়ে আসলাম একটা ছবি তুলব, ক্যামেরাটা এনে কয়েকটা আকাশের ছবি তুললাম তারপর দেখছি আর কিছু ভালো লাগছেনা। হঠাৎ চোখে পড়ল আমাদের অপরাজিতা গাছের একটা লতা বাইরের দিকে অনেকটা বেড়ে গেছে সে কোন অবলম্বন খুঁজে পাচ্ছে না তাই ভেবে ছবিটার নাম আমি দিয়েছিলাম ছুঁতে চাওয়ার মুহূর্ত।
No comments