মানুষের মাথা এবং কম্পিউটার চিপ একসাথে কাজ করবে !!!
শুনতে অবাক লাগছে না ?
কিন্তু এটাই বলেছে ইলন মাস্কের কোম্পানি নিউরোলিংকস । গত কিছুদিনের মধ্যেই নিউরোলিংকস বাজারজাত করতে যাচ্ছে এই ডিভাইসটি। এটি একটি ফিটনেস কয়েন সাইজ মত যেটা মাথার খুলির সাথে লাগানো থাকবে ছোট তারের মাধ্যমে।এই ডিভাইসের ইন্টারফেসটি মানুষের নিউরোলজিক্যাল কন্ডিশন বুঝে ফোন এবং কম্পিউটারের সাথে মানুষের চিন্তাভাবনার সংযোগ স্থাপন করবে। ইলন মাস্ক দাবি করেছেন যে এই ধরনের চিপ মানুষের বিভিন্ন রোগের (ডিমনেশিয়া, পারকিনসন, স্পাইনাল কর্ড ইমেজেস) কন্ডিশন বুঝে সারিয়ে তুলতে ডাক্তারদের সাহায্য করবে। এর আগে এই ডিভাইস টি শুকরের মধ্যে প্রয়োগ করা হয়েছিল।
সোর্স:গুগল
তাছাড়া এই ব্রেইন চিপের সোজা ব্রেইনে মিউজিক মত থাকবে। ইলন মাস্ক এর নিউরোলিংকস কোম্পানির ভিশন মানুষের সাথে কম্পিউটারকে সংযুক্ত করা।
সমালোচকরা এর অনেক ভালো দিক দেখছেন আবার অনেকে এর খারাপ দেখতে বেশি দেখছেন। এর আগে ইলন মাস্ক তার এই ব্রেইন চিপকে মানবদেহে ট্রায়ালের জন্য তৈরি করছে (সোর্স টুইটার)
No comments