বন্ধুত্ব ১
বন্ধুত্ব ১
মোরা ত্রিজনায় রাজার জামাই,😀
আমি ছোটবেলা থেকেই খুবই অন্তর্মুখী স্বভাবের মানুষ,কিন্তু যার সাথে একবার মিশি সে অনেক ক্লোজ হয়ে যায়। আমার কলেজ শুরু হওয়ার প্রথম দিন ,সাধু গ্রেগরির কলেজের প্রায় কাউকে চিনি না, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল. প্রথম ক্লাসে বসেই সিদ্ধান্ত নিলাম কলেজ পাল্টাবো ক্লাস শেষে বাসায় গিয়ে মাকে বলবো যে আমি এই কলেজে পরবো না.ক্লাস শেষের দিকে তারপর সামনের দিকে আগাতে আগাতে দেখছি মাইকেল মধুসূদন এর মত চেহারা ছেলে সবার সাথে হ্যান্ডশেক করছে নিজে নিজে সবার সাথে পরিচয় হচ্ছে আরকি, আগেই বলেছি আমি অন্তর্মুখী মানুষ সেধে কারো সাথে কথা বলি না, মাথা নুয়িয়ে চলে যাচ্ছি তারপর, ছেলেটা ডাক দিয়ে নিজেই হ্যান্ডশেক করে পরিচিত হলো আমিও নিজের পরিচয় দিলাম একটা সখ্যতা গড়ে উঠলো। তারপর সে বলল তার একটা বন্ধু আছে ও নাকি অন্য সেকশনে পড়েছে। তারপর বের হলাম একসাথে আরেকজনের সঙ্গে দেখা করতে দেখা হলো,পরিচয় হলো,সখ্যতা হলো।এই ছেলেটা অনেকটা প্রায় আমার মতই কথা কম বলে অন্তর্মুখী স্বভাবের ওকে দেখে প্রথমে আমার বাপ্পারাজের কথা মনে হয়েছিল যদিও আমি ওকে কখনোই কথা বলিনি কিন্তু আগেরজনকে অনেকবারই বলেছি যে ওকে মাইকেল মধুসূদন এর মত দেখতে বিশেষ করে ওর দাড়িগুলো। আমার সহজে কারো সাথে বন্ধুত্ব হয়না কিন্তু ওদের সাথে প্রায় অনেক কিছুই মিল ছিল আমার। আস্তে আস্তে বন্ডিংটা আরও জোরালো হতে শুরু করল 3 জনের মাঝে.

যা ওদের নিয়ে এত কথা বলে ফেললাম এখনো ডিপ্রেশনারদের নামই উল্লেখ করা হয়নি………
স্টে টিউনড 😀
No comments