আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ?

যে জিনিসটা মানুষ বানিয়েছে কিন্তু সেটা প্রাকৃতিক নয় এমন সবকিছু আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্স  যার বোঝার চিন্তা করার এবং শেখার সক্ষমতা আছে আর্টিফিশিয়াল  ও ইন্টেলিজেন্স মিলে হল এআই যেটা কম্পিউটার সাইন্স বড় অংশ. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর লক্ষ্য হলো এমন কিছু বানানো যা নিজে নিজে শেখা এবং চিন্তা  করতে পারে মানুষের মত. অনেকেই বলছে এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে বাস করছি। তাহলে কেন রোবট করা মানুষের মতো হচ্ছে না ,আমরা কেন  উড়ন্ত গাড়ি দেখতে পারছিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে  যা বলা হচ্ছে  তা কি  শুধু  ফিকে কথা.

Source:Google

অবশ্যই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় একটা  সেক্টর। কে আপনি হে গুগোল বলে সবকিছু করে ফেলছেন এটাও  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য।  আপনি না বুঝে আর্টিফিশিয়াল  ইন্টেলিজেন্স এর সাথে কথোপকথন করতেছেন। সামনের দিনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চেষ্টা করতেছে বেশি করে ইন্টেলিজেন্স হতে এবং আর্টিফিশিয়াল  কম করে.  এইযে এআই এতো ইন্টেলিজেন্ট হচ্ছে এটা অনেক ইন্টেলিজেন্স কর্মীদের রোল  নিয়ে নেবে। যেমন  পুনরাবৃত্তি ঘটে এমন কাজ গুলো এবং বেশি সময় লাগে এমন কাজ গুলোকে অটোমেটিভ  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  দিয়ে করা হচ্ছে।  তাহলে কি মানুষের কাজ গুলো আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে  নিবে।

Source:Google

আমি মনে করি মানুষ কাজ হারাবে ঠিকই কিন্তু   এর কারণে আরো বেশি অপরচুনিটি সৃষ্টি হবে।  কিন্তু এই অপরচুনিটি  গুলোকে করার জন্য আমাদের  অনেক দক্ষতা অর্জন করতে হবে. শেষে বলা যায় যে এটা কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম মানুষের কোন যুদ্ধ নয়. এটা হল মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একসাথে হয় আরও দ্রুত প্রবলেম সলভ করার একটি সুচিন্ত চেষ্টা।




Copyright Owner: Hridoy das

No comments

Theme images by rion819. Powered by Blogger.